রসায়ন থেকে আরো প্রশ্ন

Show Important Question


21) নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি প্রপেল (propel) রকেট জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ?
A) পেট্রোল
B) কোরোসিন
C) হাইড্রোজেইন
D) অ্যালকহল

22) যে অ্যাসিড সোনা গলিয়ে দেয়, তা হলো:
A) নাইট্রিক অ্যাসিড
B) অ্যাকুয়া রিজিয়া
C) সাইট্রিক অ্যাসিড
D) কোনটিই নয়

23) নিম্নলিখিত কোন্‌টি রকেটের জ্বালানি?
A) প্যারাফিন ওয়াবল
B) তরল অ্যামোনিয়া
C) কেরোসিন
D) ডিজেল

24) জলের তড়িৎ বিশ্লেষণের জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয় ?
A) অ্যামমিটার
B) পোটেনসিওমিটার
C) ভোল্টামিটার
D) থার্মোমিটার

25) অ্যালকেমির লক্ষ্য হচ্ছে:
A) বেস মেটালকে সোনাতে পরিণত করা
B) অমরত্বের ইচ্ছা পোষন করা
C) সমস্ত রোগের নিরাময় খুঁজে পাওয়া
D) এক্সট্রা রেস্টিয়াল ইন্টালিজেন্স পাওয়া

26) ক্যালশিয়াম ক্লোরাইড ও পটাশিয়াম ডাইক্রোমেট মিশ্রণকে ঘন সালফিউরিক অ্যাসিড সহ চালনা করা হলে
A) লাল ধোঁয়া উৎপন্ন হয়
B) নীল শিখা দেখা যায়
C) দই-এর ন্যায় সাদা অধঃক্ষেপ পড়ে
D) কোনো পরিবর্তন হয় না

27) কার্বনের যে যৌগটি অনুভূতিনাশক হিসেবে ব্যবহৃত হয় সেটি হল:
A) কার্বন ডাই সালফাইড
B) কার্বন টেট্রাক্লোরাইড
C) ফসজিন
D) ক্লোরোফর্ম

28) নিউক্লীয় চুল্লীতে সংঘটিত সংশ্লিষ্ট নিউক্লীয় বিক্রিয়া হল
A) ফিসন্‌ (বিভাজন)
B) ফিউজন্‌ (সংশ্লেষণ)
C) স্প্যালেশন
D) নিউট্রন অ্যাবজর্পসন (নিউট্রন অভিশোষণ)

29) সুর্য শক্তি পায় প্রধানত যে প্রক্রিয়া দ্বারা
A) ফিসন
B) ফিউশন
C) রেডিয়েশন
D) এক্সপ্লোশন

30) নিম্নোক্ত যৌগ উৎপাদনের মাধ্যমে আন্টার্কটিকার ওজন ক্ষয়িত হচ্ছেঃ
A) নাইট্রোজেন-ডাই-অক্সাইড
B) সালফার-ডাই-অক্সাইড
C) ফ্রিয়ন
D) ক্লোরিন নাইট্রেন

31) সি. এন. জি. (CNG)-র অর্থ হল
A) কনভারটেড ন্যাচারাল গ্যাস
B) কনডিউসড্‌ ন্যাচারাল গ্যাস
C) কনডাক্‌টেড ন্যাচারাল গ্যাস
D) কমপ্রেসড্‌ ন্যাচারাল গ্যাস

32) ল্যান্ড ফিল (Land fill) গ্যাসের অপর নাম
A) CO2
B) CO
C) H2S
D) CH4

33) CHCl3 যৌগটি সাধারনত যে নামে পরিচিত:
A) ইথার
B) আরডিএক্স
C) ডিনামাইট
D) ক্লোরোফর্ম

34) পরম শুন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন –
A) বৃদ্ধি পায়
B) হ্রাস পায়
C) সমান হয়
D) শুন্য হয়

35) প্লাস্টার অফ প্যারিস আসলে হল –
A) ক্যালসিয়াম সালফেট
B) ক্যালসিয়াম কার্বনেট
C) ক্যালসিয়াম অক্সাইড
D) ক্যালসিয়াম অক্সালেট

36) টাইট্রেশন কি ?
A) জারণ বিক্রিয়া
B) আসিড ও ক্ষার এর প্রসমন বিক্রিয়া
C) বিজারণ বিক্রিয়া
D) লবন গঠন বিক্রিয়া

37) নিম্নলিখিত মৌল গুলির মধ্যে সব থেকে শক্তিশালী বিজারক হল –
A) হাইড্রোজেন
B) সোডিয়াম
C) কার্বন
D) সিজিয়াম

38) রেড ফসফরাস হল –
A) P1
B) P6
C) P4
D) P5

39) মহাকাশে জ্বালানি যাতে জমে না যায় তার জন্য জ্বালানির সাথে কি মেশানো হয় ?
A) বেঞ্জিন
B) গ্লাইকল
C) এসিটিলিন
D) এস্টার

40) ‘চিলি সল্টপিটার’ এর রাসায়নিক নাম কী ?
A) সোডিয়াম নাইট্রেট
B) বেরিয়াম ক্লোরাইড
C) পটাশিয়াম নাইট্রেট
D) ফসফরাস ক্লোরাইড